বুধবার, ৩ এপ্রিল, ২০১৯

প্রথম ম্যারাথনের অভিজ্ঞতা ”ট্রাভেলার জনি”


কিছু কিছু দুঃসাহসী আপনাকে নিয়ে যাবে বিজয়ের প্রান্তে,


কোন মানুষের অনুপ্রেরণা পেলে কঠিন পথও খুব সহজ হয়ে ওঠে,     আমি পারি, আমি এই করতে পারি, ওই করতে পারি,  আমি কত কিছু পারি,  আমি যাই পারি না কেন তা দেখাতে লাগবে একটা প্লাটফর্ম, না হয় দেখানো যাবে না  আমি কি পারি, ঠিক তেমনই
  Vertical Dreamers 
তৈরি করে দিলেন একটি প্ল্যাটফর্ম   যেখানে নিজের ইচ্ছাশক্তি প্রকাশ করা যায়,  
Vertical Dreamers 

অনেক অনেক ধন্যবাদ এমন একটি প্ল্যাটফর্ম  তৈরি করে দেওয়ার জন্য  


 Vertical Dreamers Trail Run 2019

প্রতিযোগিতা যাওয়ার আগে অনেকে বলেছিল আমি পারবো না কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আমিও পারি এর জন্য আবারো ভার্টিক্যাল ড্রিমার্স  ধন্যবাদ ম্যারাথনে আয়োজনের জন্য,

আমি প্রথম প্রথম ১৬ কিলোমিটার শুনে  ভেবেছি পারব না কিনা  প্রতিযোগিতার দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে দৌড়ের জন্য প্রস্তুত একটু পর দেখলাম গাড়ি থেকে নেমে আসলো ৬৮ বছরের এক দাদু , ৬৮ বছরের দাদুর জার্সির কালার আমাদের জার্সির রং একই রকম উনার  প্রথমে ভেবেছিলাম দাদু এসেছে উদ্বোধন করতে, পরে দেখি না  দাদুও আমাদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, দাদুও অংশ গ্রহনে মনে আরো একটু সাহস পেলাম শুরু হয়ে গেল দৌড় প্রতিযোগিতা

প্রথমে একটু হাঁপিয়ে উঠেছি দৌড়াতে দৌড়াতে কিছুদুর যাওয়ার পর দেখি ১৬৪৪ ফুট মারায়ন তং পাহাড়, এবার তো থেমে গেলাম ভাবতে শুরু করলাম - কি বলে এত উপরে আমাকে উঠতে হবে তাও আবার দৌড়িয়ে না সম্ভব না কিন্তু আমার আগে ১০-১২ জন চলে গেল পিছনে দেখতেছি ৬৮ বছরের দাদু মেয়েরা আরো অনেকেই দৌড়িয়ে আসতেছে আবারো মনে সাহস জগিয়ে নিয়ে দৌড় শুরু করি দেখি কি আছে উপরে , আরো  কিছুক্ষণ উপরে উঠার পর দেখি Vertical Dreamers এর ভলান্টিয়ার ভাইরা আমাদের জন্য পানি, খেজুর, স্যালাইন, লেবু লবণ পানি নিয়ে দাঁড়িয়ে আছেন কেউ কেউ আবার ফটোগ্রাফিও করতেছেন  

এই ছবিগুলো তাদের থেকেই সংগ্রহ করা,   Vertical Dreamers এর ভলান্টিয়াররা ভাইদেরকে বিশেষ বিশেষ ধন্যবাদ কারণ উনারাই আমাদেরকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে, দিয়েছেন উৎসাহ,

প্রথমবার চূড়ায় উঠে গেলাম ওইখান থেকে আবার নিচের দিকে নামতে শুরু করলাম একটু ইনজুরি থাকায় নামতে আমার কষ্ট হয়েছে এর পরেও দ্বিতীয় বার উঠতে-হবে  মনে সাহস নিয়ে অবশেষে চতুর্থবার শেষ করি তখন মনে হয়েছিল আমি প্রথম আমি সবাই সেরা এখন আমি পেরেছি যদিও আমি ১৯ নাম্বার স্থান দখল করে আমার সময় ছিল  ঘন্টা ৪৬ মিনিট প্রথমবারের জন্য এটাই আমার কাছে অনেক অনেক অনেক ছিল পরবর্তী ম্যারাথনে অংশ গ্রহন করতেছি দুরন্ত চট্টগ্রামে আয়োজিত মিনি ম্যারাথন  

সবাই দোয়া করবেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন