মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭

খৈয়াছড়া ঝর্ণা ট্র্যাকিং



*কি ভাবে যাবেন? 

আপনি যদি ঢাকার দিক থেকে যান তাহলে চট্টগ্রামের মিরসরাই পার হয়ে বারটাকিয়া বাজারের আগে খৈয়াছড়া আইডিয়াল স্কুলের সামনে ঢাকা চট্টগ্রাম রোডে নামবেন  


স্কুলের প্রায় ত্রিশ গজ আগে একটি রাস্তা ঢাকা চট্টগ্রাম রোড হতে ডান দিকে ঢুকেছে রাস্তায় ঢুকবেন না ঐখান থেকে হাতের বাম দিকে গ্রামের রাস্তা ধরে দশ মিনিট হাঁটলে পথে রেললাইন পরবে, রেললাইন পার হয়ে আরো দশ মিনিট হাঁটলে ঝিরি পাবেন ইচ্ছে করলে ঢাকা চট্টগ্রাম রোড থেকে ঝিরি পর্যন্ত আপনি সি.এন.জি নিয়েও যেতে পারবেন ঐখান থেকে আপনাকে খৈয়াছড়া ঝর্ণার মূল ট্র্যাকিং শুরু করতে হবে    

ঝিরি থেকে শেষ স্টেপ পর্যন্ত সোয়া দুই ঘন্টার মত সময় লাগবে বৃষ্টি বা পাহাড়ি ঢল সমস্যার কারণ হতে পারে সেজন্য অবশ্যই দড়ি সাথে নিবেন, প্রয়োজনে কাজে লাগতে পারে খৈয়াছড়া ঝর্ণা ট্র্যাকিং বাংলাদেশের অন্য ঝর্ণাগুলো থেকে একটু আলাদা তাই সবসময় সতর্কতার সাথে পা ফেলবেন







এটা আমার দেখা অন্যতম একটি সুন্দর জায়গা আমি প্রধান স্টেপ পর্যন্তসব চেয়ে বড় ঝর্না পর্যন্ত গেলাম পিচ্ছিল পাহাড়ি ঢালু পথ পাড়ি দিতে ভালোই লেগেছিলো । ‍     











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন