সোমবার, ২৮ মে, ২০১৮

ফটিকছড়ি হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য ও পর্যটন কেন্দ্রে




চট্টগ্রাম অক্সিজেন থেকে গাড়ি(বাস) ধরে বিবির হাট নেমে সি এন জি নিবেন সি,এন,জি করে হাজারীখিল বাজার পর্যন্ত যাবেন,
কিছু কিছু সি এন জি
চা বাগানের গেইট পর্যন্ত যায়, গেইট থেকে হেটে হেটে চা বাগানের ভিতর যেতে হয়, চা বাগানের ভিতর খাবারের হোটেল (সিপিজি ভাতঘর) আছে, মনে রাখবেন এই হোটেলে আগে থেকে খাবারের অর্ডার দিতে হয়, না হয় পরে এসে খাবার পাবেন না।

অনেকে এই ভুলটি করে থাকেন এই হোটেল ছাড়া আর কোথাও ভালো খাবারের হোটেল নেই ,
ফটিকছড়ি হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য ও পর্যটন কেন্দ্র অঞ্চলটি প্রাকৃতকি সৌর্ন্দয্যের এক অপরূপ লীলাভূমি, চারপাশে চা-বাগান বিস্তৃত। প্রাকৃতকি সৌর্ন্দয্য উপভুগ করাতে যাবার সময় অবশ্যই এক জন গাইড নিয়ে যাবেন , প্রথমে ঝর্ণা দেথতে যাবেন, ঝর্ণা যাবার সময় দেখা মিলবে বন্যপ্রাণী, পাখিও বিভিন্ন প্রজাতির গাছ।  


প্রায় তিন হাজার একরের অভায়ারণ্যে রয়েছে প্রায় ২৫ প্রজাতির স্তন্যপায়ী, ১২৩ প্রজাতির পাখী, আট প্রজাতির উভচর, ২৫ প্রজাতির সরীসৃপ বিলুপ্ত প্রজাতিসহ ২৫০ প্রজাতির উদ্ভিদ
   প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা জীববৈচিত্র্য রক্ষায় সরকারের বন, পরিবেশ মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে ইউএসএইডের আর্থিক সহযোগিতায় গত ২৭ নভম্বের ২০১৪ সালে হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) গঠন করে কমিটির তত্ত্বাবধানে সংরক্ষিত এলাকার সম্পদ রক্ষা অবৈধ কার্যক্রম বন্ধের লক্ষ্যে স্থানীয় জনগোষ্ঠীর সমন্বয়ে গঠন করা হয়েছে যৌথ টহল দল (সিপিজি) সিপিজি সদস্যবৃন্দ নিয়মিত বনবিভাগের নির্দেশনা মোতাবেক বন পাহারার কাজে দায়িত্ব পালন করছে

তারপর ট্রিএক্টিভিটি

ট্রি এক্টিভিটি ভিডিও দেয়া আছে লিংকে যান
youtube link




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন