চট্টগ্রাম অক্সিজেন থেকে গাড়ি(বাস) ধরে বিবির হাট নেমে সি এন জি নিবেন সি,এন,জি করে হাজারীখিল বাজার পর্যন্ত যাবেন,
কিছু কিছু সি এন জি
কিছু কিছু সি এন জি
চা বাগানের গেইট পর্যন্ত যায়, গেইট থেকে হেটে হেটে চা বাগানের ভিতর যেতে হয়, চা বাগানের ভিতর খাবারের
হোটেল (সিপিজি ভাতঘর) আছে, মনে রাখবেন এই হোটেলে আগে থেকে খাবারের অর্ডার দিতে
হয়, না হয় পরে এসে খাবার পাবেন না।
অনেকে এই ভুলটি করে থাকেন এই হোটেল ছাড়া আর কোথাও ভালো খাবারের হোটেল নেই ,



প্রাকৃতিক সম্পদ
ব্যবস্থাপনা ও
জীববৈচিত্র্য রক্ষায়
সরকারের বন,
পরিবেশ ও
মৎস্য অধিদপ্তরের যৌথ
উদ্যোগে ইউএসএইডের
আর্থিক সহযোগিতায়
গত ২৭
নভম্বের ২০১৪
সালে হাজারীখিল
বন্যপ্রাণী অভয়ারণ্যে
সহ-ব্যবস্থাপনা কমিটি
(সিএমসি) গঠন
করে। কমিটির
তত্ত্বাবধানে সংরক্ষিত
এলাকার সম্পদ
রক্ষা ও
অবৈধ কার্যক্রম
বন্ধের লক্ষ্যে
স্থানীয় জনগোষ্ঠীর
সমন্বয়ে গঠন
করা হয়েছে
যৌথ টহল
দল (সিপিজি)। সিপিজি
সদস্যবৃন্দ নিয়মিত
বনবিভাগের নির্দেশনা
মোতাবেক বন
পাহারার কাজে
দায়িত্ব পালন
করছে।
তারপর ট্রিএক্টিভিটি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন