শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭

বরিশাল ভাসমান পেয়ারা বাজার

বাংলাদেশের স্বরুপকাঠি যেখানে গেলে জানতে পারবেন সবুজ যে কতোটা সবুজ হতে পারে, প্রকৃতি যে কতোটা সুন্দর হতে পারে!! যা স্মৃতির আয়নায় থাকবে অনেক দিন
চাঁদপুর থেকে বরিশালের লঞ্চের বিশাল ছাদে বসে উপভোগ করি চাঁদের আলোয় পদ্মা, মেঘনার অপরূপ মনমাতানো রূপ নদীর শীতল বাতাসে জুড়িয়ে যায় শরীর
সকালের আলোয় রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের অপরূপ বরিশাল দেখতে দেখতে সামনের দিকে পথ চলা শুর, পথে উজিরপুর উপজেলার গুটিয়া এলাকার চাংগুরিয়ায় অবস্থিত বায়তুল আমান জামে মসজিদ ঈদগাহ কমপ্লেক্স, ঐতিহাসিক দীঘি দুর্গাসাগর, দেখতে দেখতে চলে যাই পিরোজপুরের স্বরূপকাঠি,আটঘর, কুড়িয়ানা বাজার, ভীমরুলী বাজার,ঝালকাঠি, ছোট ট্রলারে বিভিন্ন পেয়ারা বাগান ঘুরে বেড়ানো ইত্যাদি......
খাবারের ক্ষেত্রে পেয়ারা, আমড়া, পেঁপে কলা, চালতা,বিলাতি লেবু,পান, কুড়িয়ানা বাজারে বিখ্যাত বৌদির হোটেলে 
খাবার, —এত কিছু খাওয়া যে লিখে শেষ করা যাবে না
ফেরার পথে বরিশাল থেকে ভোলা হয়ে মজু চৌধুরীর হাট পর্যন্ত পথের ছয় ঘণ্টা অসাধারণ কাটবে নদী, পানি, নৌকা, দূরের জনপদ আর জেলেদের মাছ ধরা দেখে
মেঘনার ছোট ছোট জেলে নৌকা নদীর ঢেউয়ে দুলুদুলু  দুলছে,মনে হচ্ছে এই তো বুঝি উল্টে গেল,কেউ বা ধরেছে জাল টেনে,শক্ত হাতে হাল টেনে ধরেছে তাঁর সঙ্গী,কেউ বা নৌকায় বসে গুনে নিচ্ছে ধরা পড়া ইলিশ মাছের সংখ্যা, কারো মুখের কোণে লেগে আছে হাসি,ওদিকে নৌকায় জীবন্ত ইলিশের ছটফটানি! এককথায় এক অপরূপ জীবন ছবি......




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন