কাপ্তাই লেকে ক্যাম্পিং
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙ্গামাটি জেলায় একটি কৃত্রিম হ্রদ। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১৯৫৬ সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে রাঙ্গামাটি জেলায় ৫৪ হাজার একর কৃষি জমি ডুবে যায় এবং এ হৃদের সৃষ্টি হয়।
কাপ্তাই লেকে ঘিরেই মূলত রাঙ্গামাটি জেলা র পর্যটন শিল্প গড়ে উঠেছে, শহরের ধুলি বালি ইটকাটের দালান বিশ্ব বিষাক্ত বাতাস থেকে স্বস্তির জন্য যেতে পারেন কাপ্তাই লেগে,
আপনি যদি রোমাঞ্চ প্রিয় হন প্রকৃতিকে ভালোবাসেন তাহলে আপনি কাপ্তাই লেকে ক্যাম্পিং
করে আসতে পারেন।
আপনি যদি রোমাঞ্চ প্রিয় হন প্রকৃতিকে ভালোবাসেন তাহলে আপনি কাপ্তাই লেকে ক্যাম্পিং
করে আসতে পারেন।
ঢাকা ও চট্টগ্রামে অনেকেই ক্যাম্পিং এর আয়োজন করে থাকেন
আমি ঘুরে আসছি Camping Guru BD - ক্যাম্পিং গুরু বাংলাদেশ এর সাথে ।
https://youtu.be/mL88f1-c5es
আপনার হাতে যদি বে স সময় থাকে তাহলে ঘুরে আসতে পারেন কাপ্তাই লেকে টলারে করে রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ, শুভলং জলপ্রপাত, চাকমা বাড়ি বৌদ্ধমন্দির, রাজবন বিহার রাঙ্গামাটি শহর আপনাকে করবে।
কাপ্তাই উপজেলা অনন্য পাহাড়, লেকের অথৈ জলরাশি এবং চোখ জুড়ানো সবুজের সমারোহ ,
এখানে চোখে পড়বে ছোট বড় পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ঝর্না আর জলের সাথে সবুজ মিতালী,
একদিকে যেমন পাহাড়ে রয়েছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর সম্ভার তেমনি লেকের অথৈ জলে রয়েছে বহু প্রজাতির মাছ ও অফুরন্ত জীবনবৈচিত্র্য । লেকের চারপাশের পরিবেশ, ছোট ছোট দ্বীপ, নানাবিধ পাখি এবং জল কেন্দ্রিক মানুষের জীবনযাত্রা আপনাকে মুগ্ধ করে রাখবে প্রতি মুহূর্ত।
ধন্যবাদ